ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফুটপাতে চা বিক্রি করে চলে শান্তর সংসার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৩:০০ পিএম

ফুটপাতে চা বিক্রি করে চলে শান্তর সংসার

ধোঁয়ায় ওড়ানো গরম পানি, কাপে টুং-টাং শব্দে চা বানিয়ে দিচ্ছেন বিভিন্নজনের হাতে। চাহিদামতো অন্য জিনিসপত্রও তুলে দিতে ভুল হচ্ছে না একটুও।

এভাবেই সকাল গড়িয়ে রাত। বিরতিহীন চলে চা বেচাকেনা।

বলছি কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ইসলামিয়া সুপার মার্কেট চত্বরের চা দোকানি শান্তর কথা। শান্তর দোকানের সামনের অংশে কাগজে লেখা ‘আসেন চা খাই,প্রেম হলে হোক,না হলে নাই’। যা দেখে অনেকেই চা খেতে চলে আসে তার দোকানে।

প্রতিদিন সকালে দোকান খোলে শান্ত। বিভিন্ন প্রকারের চা বিক্রি চলে রাত পর্যন্ত। দোকানের সামনে রাখা টুলে ক্রেতাদের বসার ব্যবস্থা রয়েছে তার দোকানে। শান্ত কখনো চা তৈরিতে ব্যস্ত, আবার ধোয়া-মোছায় ব্যস্ত।এ ভাবে সময় গড়িয়ে সকালের পূর্ব আকাশের সূর্যটা পশ্চিমে ডুবে। তবে দোকান বন্ধ করতে করতে রাত বাজে ১২ টা।কোন দিন দুপুরে তার বাবা দোকানে বসে সময় দেয়। সেই সময় দুপুরের খাওয়া-দাওয়া সেরে নেয় শান্ত। এভাবেই দিন-রাত কাটে তার।

শান্ত জানান, সকাল থেকে শুরু হয়ে রাত কখনো ১১ টা বা ১২ টা পর্যন্ত খোলা থাকে দোকান। সারাদিনে ২০০ থেকে ২৫০ কাপ চা বিক্রি করা যায়। এতে ১ হাজার থেকে দেড় হাজার টাকা আয় হয়। বাবা মা ও ভাইদের নিয়ে তার এ চা দোকানের আয় দিয়ে কোনোরকমে চলছে সংসার।

শান্তর এমন কাজের প্রশংসা করেছেন দোকানের ক্রেতা ও পাশের দোকানিরা।

মেহেদি হাসান সাজ্জাদ নামে এক স্থানীয় বলেন, ‘শান্ত অনেক ভাল চা বানায়। শান্তর মতো ক্ষুদ্র চা বিক্রেতারা যদি সামাজিক নিরাপত্তার পাশাপাশি ব্যাংক ঋণ বা অন্যান্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেত, তবে জীবিকা নির্বাহ সহজ হবে। উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করবে।

ইএইচ

Link copied!