Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

চৌগাছায় পৌর জামায়াতের কর্মী সম্মেলন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৪, ০৮:০৬ পিএম


চৌগাছায় পৌর জামায়াতের কর্মী সম্মেলন

যশোরের চৌগাছা পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের কামিল মাদ্রাসা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের  আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের  আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমদ, চৌগাছা কামিল মাদ্রাসা অধ্যক্ষ (ভার) মাওলানা আলা উদ্দীন ।

পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা রেজাউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা পৌর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাস্টার ইমদাদুল হক, কালিমুল্লাহ সিদ্দীক ও মাছুম বিল্লাহ প্রমুখ। এ সম্মেলনে পৌর শাখার ৯টি ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!