ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দেবহাটায় সরিষা ফুলের গন্ধে মুখরিত ফসলের মাঠ

এমএ মামুন, দেবহাটা (সাতক্ষীরা)

এমএ মামুন, দেবহাটা (সাতক্ষীরা)

জানুয়ারি ৭, ২০২৫, ০২:৫৫ পিএম

দেবহাটায় সরিষা ফুলের গন্ধে মুখরিত ফসলের মাঠ

দেবহাটায় ফসলের মাঠ সরিষা ফুলের গন্ধে মুখরিত। ঘন কুয়াশার চাদরে মোড়ানো প্রতিটি মাঠজুড়ে কেবল চোখে পড়েছে সরিষার হলুদ ফুলের সমারোহ। ফসলের মাঠ এখন রং বেরং এর প্রজাপতি ও মৌমাছির গুনগুন শব্দে আকৃষ্ট করছে সবাইকে। বিকাল হলে গ্রাম এবং শহরের ছেলে মেয়েরা সরিষা ক্ষেতে জমির আইল এর উপর দিয়ে পায়ে হেঁটে ঘুরে ঘুরে এ সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ প্রিয়জনকে সাথে নিয়ে মোবাইলে ছবি তুলছেন এবং ফেসবুকে আনন্দের সাথে ছাড়ছেন।

শীতের শীতল বাতাসে উপজেলার মাঠগুলো ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। কৃষকের স্বপ্ন দুলছে সরিষার মৌ মৌ গন্ধে। ভোজ্য তেলের মূল্য ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। এ ফসলে সেচ ও সার কম লাগায় সরিষা চাষে খরচ কম এবং লাভ বেশি হয়। এছাড়াও ফুল ও পাতা ঝরে জৈব সার তৈরি করে জমির উর্বরতা বৃদ্ধি পায়। তাই অনেক কৃষক সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, জমিতে দু একটি চাষ দিয়েই বা বিনা চাষেই জমিতে ছিটিয়ে সরিষা বীজ বপন করা যায়। সরিষা আবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে এবং কম খরচে সরিষা উৎপাদন হয়ে থাকে। বর্তমানে মাঠগুলোতে সরিষার ফুল ফুটেছে। সরিষার পরে বেশিরভাগ কৃষক বোরো ধান চাষ করবেন। আবহাওয়া অনুক‚লে থাকলে সরিষার ভালো ফলন হবে।

সরিষা চাষি ইয়াকুব আলী জানান, কৃষি বিভাগের সরকারি প্রণোদনার ভালো বীজ পেয়েছি। সঠিক সময় বীজ রোপণ, সঠিকভাবে রোগ নির্ণয়, রোগ নিরাময়ের জন্য সঠিক মাত্রায় কীটনাশকসহ ফুল-ফল বৃদ্ধির জন্য ভিটামিন ও বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে সর্বদা কৃষি বিভাগ পরামর্শ প্রদান করছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুস আলী জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা কৃষি বিভাগ থেকে অনেকে সরিষা চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে সহায়তা পেয়েছেন। জমিতে বীজ বপন করে সরিষা ভালো হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষাবাদে খরচ কম। উৎপাদন ভালো হবে বলে কৃষকরা আশা করছেন। উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শ ও সরকারি সার্বিক সহযোগিতায় এবার সাফল্য অর্জন করা সম্ভব হবে বলে তারা আশা করা যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, দেবহাটা উপজেলা একটি কৃষিসমৃদ্ধ উপজেলা। এই উপজেলায় বিভিন্ন ফসল চাষ হয়ে থাকে। এখানকার মাটি ও আবহাওয়া অনুক‚ল হওয়ায় এবার সরিষার আবাদ অনেক ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা মাত্রা নির্ধারণ করা হয়েছে ১হাজার ৭শত ৫০ হেক্টর জমি। কৃষকরা সরিষা কেটে বোরোধান উৎপাদন করতে পারবেন বলে আমি মনে করছি।

বিআরইউ

 

Link copied!