Amar Sangbad
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫,

এনসিপি নেতা আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২৫, ১২:১৮ এএম


এনসিপি নেতা আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন পরিবারসহ হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

শনিবার রাতে আখতার হোসেন তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে জানান, ডাকযোগে তার গ্রামের বাড়িতে একটি চিঠির মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি লিখেছেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে একটি চিঠি পাঠিয়ে আমাকে ও আমার পরিবার-পরিজনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরক ছদ্মনামে নিজের নাম দিয়েছে ‘বুলেট’। চিঠিটি শুক্রবার ডাকপিয়ন আমার বড় ভাইয়ের হাতে তুলে দেয়। চিঠি পড়ে বাড়ির লোকজন ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাতে বলা হয়েছে, যেখানে পাওয়া যাবে, সেখানেই খুন করা হবে কিংবা বিভিন্নভাবে ঝামেলায় ফেলা হবে।”

ফেসবুক পোস্টে আখতার হোসেন আরও লেখেন, “বোনাস লাইফ লিড করছি। মৃত্যুর মুখোমুখি হয়েছি কয়েকবার, তবুও ফিরে এসেছি। জানি মরতে হতে পারে, তবুও অন্যায়ের প্রতিবাদ থেকে পিছপা হইনি, হবোও না ইনশাআল্লাহ। আল্লাহই ভরসা।”

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা জানা যায়নি।

ইএইচ

Link copied!