ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
মে ৪, ২০২৫, ০৩:০৭ পিএম
ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
মে ৪, ২০২৫, ০৩:০৭ পিএম
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ পাওয়া নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা।
রোববার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত নোয়াখালীর মাইজদী কোর্ট স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, "২০২৩ সালে ঢাকা-নোয়াখালী রুটে `সুবর্ণচর এক্সপ্রেস` ট্রেনটি বরাদ্দ দেওয়া হলেও আজ পর্যন্ত তা চালু হয়নি। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস সিন্ডিকেট সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে, বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সেবা জরুরি।"
অবরোধে অংশ নেওয়া সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই ট্রেনের চালুর জন্য অপেক্ষা করছি। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এটি স্থগিত রাখা হয়েছে। বাধ্য হয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে পদক্ষেপ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।"
মাইজদী কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান জানান, “সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও অবরোধের কারণে সেটি সম্ভব হয়নি। পরে সকাল সাড়ে ৭টায় অবরোধ তুলে নেওয়ার পর ট্রেনটি ছেড়ে যায়।”
ইএইচ