মশিউর কাজী, শিবচর (মাদারীপুর)
জুলাই ৮, ২০২৫, ০৮:০১ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে শিবচর পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, টানা বর্ষণে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পদ্মা নদীসংলগ্ন এলাকার বাড়িঘর ও ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে। নিচু এলাকার অধিকাংশ জমি পানির নিচে তলিয়ে গেছে। এর প্রভাবে স্কুল, কলেজ ও অফিসে উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম।
শিবচর বাজারের এক সবজি বিক্রেতা বলেন, “সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আমরা ফুটপাতে ব্যবসা করি, তাই অনেকেই দুই দিন ধরে দোকান খুলতেই পারেনি।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে পানি আরও বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে অতিভারী বর্ষণ হচ্ছে, যা আরও এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে।
ইএইচ