হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫, ০৮:০৭ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে জমি দখলের প্রতিশ্রুতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ফেডারেশন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ উপজেলার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের জমি-সংক্রান্ত বিরোধে সাজু ও মাসুম নিজেদের সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দিয়ে বিষয়টি মীমাংসার নামে ৫০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে তারা আগাম ২০ হাজার টাকা নিয়ে নেন। মঙ্গলবার বাকি টাকা নিতে গেলে কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাজু ও মাসুম নামের দুই ব্যক্তি নিজেদের ভুয়া মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এলাকাবাসী তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
ইএইচ