সফিক ইসলাম, পাবনা
জুলাই ৮, ২০২৫, ০৭:৫২ পিএম
পাবনার উন্নয়ন সংক্রান্ত ঘোষিত ১৬ দফা রূপকল্পের মধ্যে অগ্রাধিকারযোগ্য ৪টি দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন।
এ দাবিতে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে শেকড় পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে চারটি দাবিকে জরুরি হিসেবে চিহ্নিত করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবিগুলো হলো—
১. ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু
২. পাবনা বিমানবন্দর পুনরায় চালু
৩. নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাবনা ফেরিঘাটের উন্নয়ন
৪. পাবনা শহরের গুরুত্বপূর্ণ আব্দুল হামিদ সড়ককে ৪ লেনে উন্নীতকরণ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তাফা, সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. জহুর ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুরো প্রধান উৎপল মির্জা, নয়া দিগন্তের এসএম আলাউদ্দিন, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, দৈনিক আনন্দ বাজারের প্রতিনিধি শিশির ইসলাম, দেশ টিভির প্রতিনিধি শামসুল আলম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সফিক ইসলাম, আজকের দর্পণের প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এসএম আদনান উদ্দিন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, “এই চারটি দাবি বাস্তবায়ন হলে পাবনার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। আমরা এই দাবিগুলো আদায়ে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ডাক দেওয়া হবে।”
সংগঠনের পক্ষ থেকে পাবনাবাসীর সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।
ইএইচ