Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

৪ দফা দাবিতে রাজবাড়ীর ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী প্রতিনিধি:

মে ২২, ২০২৫, ১২:৫১ পিএম


৪ দফা দাবিতে রাজবাড়ীর ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনের জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার ফার্মেসি মালিক ও কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহসভাপতি অরুন কান্ত কর্মকার, প্রধান উপদেষ্টা মো. আতাউল মকিম আজাদ, সাবেক সভাপতি নুরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ওষুধ খাত একটি গুরুত্বপূর্ণ খাত হলেও দীর্ঘদিন ধরে ফার্মেসিগুলোর ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। তারা চার দফা দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

চার দফা দাবি হলো—

  • ওষুধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি
  • মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের সুনির্দিষ্ট ব্যবস্থা
  • ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ
  • সকল ওষুধের দাম সরকার নির্ধারণ করবে—এই নীতিমালা কার্যকর করা

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলোর বাস্তবায়ন না হলে তারা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দিতে পারেন। এমনকি, প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মত কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।

বক্তারা ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন চলাকালে ওষুধ ব্যবসায়ী নেতারা স্লোগান দিয়ে দাবি আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!