Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ২৩, ২০২৫, ০৪:৫৩ পিএম


টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা দুই অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) এবং গিমাডাঙ্গা গ্রামের মোখতার শেখের ছেলে হামিম শেখ (২৩)।

পুলিশ জানায়, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর থানায় অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি, এবং নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে তাহিন শেখের বিরুদ্ধে ১৫টি ও হামিম শেখের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিভিন্ন মামলার আসামি তাহিন শেখ ও হামিম শেখ গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।”

ইএইচ

Link copied!