ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৫, ০৯:০৮ পিএম
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চতুর্থ ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলটি স্বাগতিক নর্দার্ন টেরিটরিকে হারিয়েছে ২২ রানে।
মঙ্গলবার ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় নর্দার্ন টেরিটরি।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের শিকারে পরিণত হন জ্যাক ওয়েদারল্যান্ড।
অভিজ্ঞ ব্যাটার ডি’আর্চি শটকেও সুবিধা করতে দেননি রিপন মন্ডল। উইকেটের পেছনে সোহানের ক্যাচে ফেরেন তিনি। এরপর স্যাম এল্ডারকে আউট করে বাংলাদেশ বোলাররা চাপ ধরে রাখেন।
মাত্র ২৪ রানে ৩ উইকেট হারানোর পর কনর কেরল ও জর্ডান সিল্ক দলকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনের ৮২ রানের জুটি কিছুটা আশা জাগালেও সেটি ভাঙার পর আবার ধস নামে নর্দার্ন টেরিটরির ইনিংসে। সিল্ক ৪১ বলে ৪৮ এবং কনর ৩০ বলে ৪৩ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশ ওপেনার নাঈম শেখ ও জিশান আলম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে সফরকারীরা। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।
তবে এরপর রানের গতি কিছুটা কমে যায়। তিনে নামা সাইফ হাসান ১০ বলে মাত্র ৩ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ধীরগতিতে ব্যাট করে ৪০ বলে অপরাজিত ৪১ রান করেন। শেষদিকে নুরুল হাসান সোহান (২৩ বলে ৩৫*) ও রাব্বি (১৩ বলে ২২*) দ্রুত রান তুলে দলের সংগ্রহ ১৭২-এ পৌঁছে দেন।
ইএইচ