আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুন ১৭, ২০২৫, ০৮:৩৬ পিএম
ময়মনসিংহ শহরে চাঁদাবাজদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। ময়মনসিংহ নগরীতে চাঁদাবাজদের লাগাতার হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকরা। এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৭ জুন) নগরীর চরপাড়া মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ক্ষতিগ্রস্তরা।
সমাবেশে অংশগ্রহণ করেন শহরের বেশ কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মালিক, কর্মচারী ও স্থানীয় জনসাধারণ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র নিয়মিত তাদের কাছে মাসোহারা দাবি করে। টাকা না দিলে হামলা চালিয়ে ক্লিনিকের সরঞ্জাম ভাঙচুর করছে এবং কর্মীদের হুমকি দিচ্ছে।
এক ক্লিনিক মালিক বলেন, ‘প্রতিমাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করে আসছে। না দিলে আমাদের ওপর হামলা করে। এতে আমরা আতঙ্কে আছি।’
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন। তিনি বলেন, ‘এই শহরে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। যারা এসব করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের সহায়তা ছাড়া শক্তিশালী হতে পারে না। তাই শহরকে নিরাপদ রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
সমাবেশে অংশ নেওয়া অন্যান্য মালিক ও কর্মচারীরাও দ্রুত চাঁদাবাজদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। তাঁদের মতে, এভাবে চলতে থাকলে শহরের স্বাস্থ্যসেবা খাত হুমকির মুখে পড়বে।
সাধারণ মানুষও এই বিক্ষোভে সংহতি প্রকাশ করেন। তাঁদের দাবি, চাঁদাবাজদের দৌরাত্ম্যে ময়মনসিংহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, চাঁদাবাজদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
আরএস