যশোর ব্যুরো
জুলাই ৭, ২০২৫, ০৩:৪৫ পিএম
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামের এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাকির স্বীকার করেন যে তিনি চিকিৎসক নন। পরে তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
ডা. হুসাইন সাফায়াত আরও জানান, পরে পুলিশ সদস্য সোহেল রানা জাকিরকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এরপর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ