বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫, ০৪:১২ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া জয়নগর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতের শেষ প্রহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কয়ড়া জয়নগর গ্রামের মো. আতিয়ার শেখের ছেলে মোশারফ মোল্যা (৪৫) এবং একই গ্রামের শাহজাহান খানের ছেলে মো. শামীম খান (৩০)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল, পুলিশের সহযোগিতায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোশারফ মোল্যা ও শামীম খানকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর মোশারফ মোল্যা স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে ‘ইয়াবা মুসা’ নামে পরিচিত। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “রাতে যৌথ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই রাজিব মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং-৯) দায়ের করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) আসামিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইএইচ