মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)
জুলাই ৮, ২০২৫, ০৪:২২ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসুস্থ ও অতিদরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। তারা অসুস্থ ও হতদরিদ্র ১২ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অসহায়, দুঃস্থ ও দরিদ্রদের মাঝে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ১২ জন অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে এই সহায়তা দেওয়া হলো।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
ইএইচ