পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫, ০৪:৩৪ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে আলী হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলী হোসেন পার্শ্ববর্তী তারাকান্দি গ্রামের মো. ফরহাদ মিয়ার ছেলে। ছোটবেলা থেকে সে নানাবাড়ি মঙ্গলবাড়িয়া গ্রামে বসবাস করতো এবং স্থানীয় কুমারপুর মাদ্রাসায় পড়াশোনা করতো।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেল থেকেই আলী হোসেন নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হাবিব মাস্টারের পুকুরে তার জুতা ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করেন।
ইএইচ