কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৫, ০৫:৩৬ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল ঘোষণা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ৮টি পদের বিপরীতে ১৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয় এবং এর মধ্যে ১২টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায়, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ৩২(১) ধারা অনুযায়ী সভাপতি, সহসভাপতিসহ ৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিটি।
ঘোষণা অনুযায়ী, নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টান সূত্রাপুর জাগরণ কৃষক সমবায় সমিতি লিমিটেডের মো. মোফাজ্জল হোসেন (আনারস প্রতীক)। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. সফিকুল ইসলাম (মাছ প্রতীক)।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন
বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা সমবায় অফিসার সাবিরা খান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা।
ইএইচ