বরগুনা প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫, ০৬:৩২ পিএম
বরগুনায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে “সামাজিক নিরীক্ষণ ও কমিউনিটি অ্যাডভোকেসি” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় বরগুনা সদরের জাগোনারী প্রশিক্ষণ কেন্দ্র ‘পাঠশালা’-তে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, কনসালটেন্ট শুভাশিস চন্দ্র মণ্ডল, জাগোনারীর পরিচালক (কর্মসূচি) মো. গোলাম মোস্তফা ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসান ঝন্টু।
এছাড়া বক্তব্য দেন সমাজসেবক সুখরঞ্জন শীল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি এবং জাগোনারীর উইমেন ডেভেলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আঁখি।
কর্মশালায় বরগুনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে সামাজিক নিরীক্ষা ও কমিউনিটি অ্যাডভোকেসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইএইচ