তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
বছরব্যাপী বসতবাড়িতে বিষমুক্ত ও টেকসই উপায়ে সবজি উৎপাদন কৌশল পরিদর্শনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আসেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে উপজেলার পানিহাকা পিএফএস-এর কৃষক-কৃষাণীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার ও সিনিয়র কৃষি অর্থনীতিবিদ আমাদুবা, ইফাদের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচানচো, মনিটরিং অফিসার ডেভিড উইলিয়াম ডুলান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আ. মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় বিষমুক্ত সবজি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে স্থানীয় কৃষকদের অংশগ্রহণমূলক প্রচেষ্টা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
ইএইচ