অভয়নগর (যশোর) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫, ০৬:৪২ পিএম
শিল্প, বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া বাজারে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের উদ্যোগে “নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতি” গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে মালিক সমিতির কার্যালয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
কাজী গোলাম ফারুককে সভাপতি এবং মফিজুর রহমান দপ্তরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান জনি। সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন মোবারক হোসেন সরদার, নারায়ণ চন্দ্র, শাহ নেওয়াজ হোসেন ও জাহিদুল ইসলাম পিন্টু।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
নির্বাহী সদস্য: আমিনুর রহমান মোল্যা, সোহাগ শিকদার, আবুল বাশার, আব্দুল জলিল ও ইমরান হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা নওয়াপাড়ার ট্রান্সপোর্ট মালিকদের স্বার্থরক্ষা, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
ইএইচ