ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দুই মাসেই ভেঙে গেল কেন্দুয়ার পাটেশ্বরী নদীর ব্রিজ সংলগ্ন প্যালাসাইট

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা) 

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা) 

আগস্ট ১২, ২০২৫, ০৪:১১ পিএম

দুই মাসেই ভেঙে গেল কেন্দুয়ার পাটেশ্বরী নদীর ব্রিজ সংলগ্ন প্যালাসাইট

নেত্রকোণার কেন্দুয়ায় মাত্র দুই মাসের মধ্যে ভেঙে পড়েছে পাটেশ্বরী নদীর ব্রিজ সংলগ্ন প্যালাসাইট, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ব্রিজটি উপজেলা নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার এলাকায় পাটেশ্বরী নদীর ওপর নির্মিত হয়েছিল। গুরুত্বপূর্ণ এই ব্রিজের সংলগ্ন প্যালাসাইট নির্মাণের দুই মাসের মাথায় নদীর ধসে পড়ায় নওপাড়া বাজার থেকে গণিতাশ্রম গ্রামের সংযোগ সড়ক ও ব্রিজটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। 

স্থানীয়রা জানান, কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এত দ্রুত প্যালাসাইট ধসে পড়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত সংস্কার না হলে সড়ক ও ব্রিজ ভেঙে গিয়ে পুরো এলাকাটির চলাচল বন্ধ হয়ে যাবে।

স্থানীয় রফিক বলেন, “ব্রিজের কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা হয়েছে। নদীর প্যালাসাইট উঠে যাচ্ছে। প্রকৌশল অধিদফতরের তদারকি কম থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান গোঁজামিল করে কাজ শেষ করে গেছে।”

এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসার বলেন, “দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত থাকার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবছর ৩.৫ লাখ টাকা বরাদ্দে সংস্কার কাজ করা হয়। কিন্তু মাত্র দুই মাসের মধ্যে ধসে যাওয়ায় আমি বিস্মিত। যদি যথাযথ কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি করতো, তবে এই অবস্থার সৃষ্টি হতো না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”

ঠিকাদার পক্ষ দাবি করেছেন, কাজ শিডিউল অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং কোনো গাফিলতি নেই।

কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, “আমি ব্রিজটি পরিদর্শন করেছি। ঠিকাদারের কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে। গাফিলতি পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!