সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫, ০৫:৪৫ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় সন্দ্বীপ প্যালেস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
নুরুল মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার সৈনিক। তাদের সাফল্য আমাদের গর্বিত করে। আমরা চাই, তারা আরও উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষার্থীদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
এছাড়া বক্তব্য রাখেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম, কৃতি শিক্ষার্থী মুনতাহা মাহমুদ তাসফিয়া ও সাবেক ছাত্রনেতা রাহের মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান।
কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। আমরা এই প্রাপ্তিকে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের শক্তি হিসেবে ব্যবহার করব এবং দেশের জন্য গর্ব করার মতো কিছু করতে চাই।”
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
ইএইচ