সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫, ১২:১২ পিএম
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পরেম শ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে জেলার পূজা উদ্যাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আয়োজনে শহরের হরিকেশ আদি কালীমন্দির থেকে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সবুজপাড়া হয়ে শহর প্রদক্ষিণ করে আবার আদি কালিমন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ঢাক ঢোল তালের সাথে হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণ-রাধার লীলাময় বাল্য রূপের নানা সাজে আনন্দের মধ্য দিয়ে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে।
শোভাযাত্রা নির্বিঘ্নে ও নিরাপদে পালন করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।
এসময় বক্তব্য রাখেন, পূজা উদ্যাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান পূজা উদ্যাপন পরিষদের পূজা ফ্রন্টের আহ্বায়ক পিযুজ কুমার রায়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, সদস্য সচিব স্বপন কুমার সাহা, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ উদয় কুমার শংকার, বিশিষ্ট সমাজ সেবক দুলাল চন্দ্র রায় প্রমুখ।
জেএইচআর