জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
আগস্ট ১৭, ২০২৫, ০২:৪৬ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য, মঙ্গল জ্যোতি প্রজ্জ্বলন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব।
বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার বার্তা বহন করে। শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচার দূরীকরণ এবং অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য তিনি আবির্ভূত হয়েছেন।
ইএইচ