ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রাজবাড়ীতে আ.লীগ আমলে দায়েরকৃত ১৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৫, ০৩:২৫ পিএম

রাজবাড়ীতে আ.লীগ আমলে দায়েরকৃত ১৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ১৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে গত ১০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট ও পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা গেছে, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়। এর মধ্যে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একাধিক মামলা দীর্ঘদিন আদালতে বিচারাধীন ছিল। একই সময়ে পাংশা, গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি থানাতেও বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

এসব মামলায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, আকমল হোসেন, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহীন, আব্দুর রউফ হিটু, নারী নেত্রী ফারজানা ইয়াসমিন ডেইজি, স্মৃতি ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। 

এছাড়া ঢাকার একটি হত্যা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবুকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ শত শত ছাত্রদল নেতাকর্মীকেও গত ১৫ বছরে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় জড়ানো হয়।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ বলেন, “আমাদের জেলা ও উপজেলার অসংখ্য নেতাকর্মীর নামে বিগত সরকারের আমলে হয়রানিমূলক মামলা হয়েছিল। এসব মামলার কারণে বহু নেতা-কর্মী হয়রানির শিকার হয়েছেন।”

রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক-২ বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা পাওয়া গেছে। সংশ্লিষ্ট আদালতে আবেদনপত্র দাখিল করা হবে। এসব মামলা প্রত্যাহারের মাধ্যমে প্রায় ১০ হাজার রাজনৈতিক নেতা-কর্মী হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাবেন।”

ইএইচ

Link copied!