ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

আগস্ট ১৯, ২০২৫, ০৬:২৫ পিএম

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টায় মাগুরা সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। 

পরে হাসপাতালের সামনে সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমদ। 

উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। 

সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহিম। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব আলী আহমদ বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির শক্তি। জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন আমাদের মনে করিয়ে দেয়—গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই সংগঠনকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

উদ্বোধক ও মাগুরা-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ার হোসেন খান বলেন, “আজকের শোভাযাত্রা প্রমাণ করছে—স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ। মাগুরার মাটি বিএনপির আন্দোলনের জন্য উর্বর। খুব শিগগিরই গণতন্ত্রের বিজয় হবে।”

সভাপতিত্বকারী গোলাম জাহিদ বলেন, “হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বার্ষিকীর সূচনা করেছি। এটি আমাদের মানবিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের অঙ্গীকার। একই সঙ্গে আমরা রাজনৈতিকভাবে জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাব।”

সঞ্চালক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের প্রতিজ্ঞা—সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের সেবায় নিজেকে নিবেদিত রাখা। স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি মানবিক প্ল্যাটফর্ম। আজকের হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা মানুষের সেবায় আমাদের অঙ্গীকার প্রকাশ করেছি। আগামী দিনে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল সর্বাগ্রে থাকবে।”

দিনব্যাপী আয়োজনে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ইএইচ

Link copied!