Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২, ২১ আষাঢ় ১৪২৯

মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ে মুদ্রানীতি ঘোষণা ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক

জুন ২২, ২০২২, ০৪:৩৭ পিএম


মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ে মুদ্রানীতি ঘোষণা ৩০ জুন

মার্কিন ডলারের দাম বেড়েই যাচ্ছে। এতে বাড়ছে আমদানিকৃত পণ্যের দাম। বাড়ছে দেশীয় পণ্যের দামও। এর সরাসরি প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে। এমন পরিস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যা ৩০ জুন ঘোষণা করা হতে পারে। এবারের মুদ্রানীতি অনলাইনের পরিবর্তে সরাসরি ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির। গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদে এটাই শেষ মুদ্রানীতি ঘোষণা।

ফজলে কবিরের মেয়াদ আগামী ৩ জুলাই শেষ হচ্ছে। নতুন গভর্নর হিসেবে ১২ জুলাই যোগ দেবেন অর্থসচিব আব্দুর রউফ চৌধুরী। তবে ৪ জুলাই পর থেকে গভর্নরের রুটিন কাজগুলো করবেন ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

এদিকে একাধিক অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির জানিয়েছেন, করোনা পরবর্তী দেশে এখন মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নতুন মুদ্রানীতি প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো: হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি বেশি জোর দেয়া হচ্ছে। এজন্য যা যা করা দরকার আমরা তা করব। আগামী ৩০ জুন মুদ্রানীতি ঘোষণার লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি।