Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

ডিপ্লোমা প্রকৌশলীদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

এপ্রিল ১৭, ২০২৪, ০৩:৩৭ পিএম


ডিপ্লোমা প্রকৌশলীদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে দুই বছরের অধিক কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের বিএসসি বা সমমান মর্যাদা দেওয়ার জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আনিসুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির গঠন করা হয়। কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি) আহ্বায়ক করা হয়েছে। 

সদস্য সচিব হিসেবে আছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (কারিগরি-৩) শাখার উপসচিব। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, কারিগরি মাদ্রাসা বিভাগের বিভাগের যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-২), যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত একজন কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং(আইইবি), বাংলাদেশের প্রেসিডেন্ট, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (আইডিইবি) প্রেসিডেন্ট।

ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসি (পাস) প্রজ্ঞাপন এর পিডিএফ এখানে।

 

বিআরইউ

Link copied!