Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪,

বশেফমুবিপ্রবির প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৮:২২ পিএম


বশেফমুবিপ্রবির প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগ

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ভারপ্রাপ্ত প্রক্টর এস. এম. ইউসুফ আলী পদত্যাগ করেছেন।

শনিবার দুপুরে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী প্রক্টর সুমিন কুমার পাল এবং মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ।

এর আগে, শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আলম খান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর এস. এম ইউসুফ আলী এবং প্রভোস্টদের পদত্যাগসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ইএইচ

Link copied!