জবি প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫, ০৬:০৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) মোহাম্মদ মামুন ভূঁইয়া।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলী হাওলাদার, সৈয়দ অহিদুজ্জামান নিক্সন, মুসা আহমেদ মাসুদ, মনিরুজ্জামান মনির, আবু ইউসুফ, বোরহান উদ্দিন, কাজী শহীদ, ফরিদ শেখ, হেমায়েত উদ্দিন, জুলকার নাঈন, নেছার আহমেদ, ওয়াহিদ শেখ, মো. আমিরুল ইসলাম সানী, শাহ জামাল, খালেদ মাহমুদ, আবু হেনা রনি, ইকবাল হুসাইন, নাজমুল হুদা, মো. জুলিয়াস সিজার এবং মো. শোয়েব।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসাইন, আসাদুজ্জামান, শাহ-আলম, ড. শাফায়েত হোসেন, মো. মোস্তফা জামান এবং রাজ রাশেদ।
কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুর রহমান (ফাহাদ), সাংগঠনিক সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান সাদ।
এছাড়া বিভিন্ন পদে বিভাগের সাবেক শিক্ষার্থীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণার সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা খানম, অন্যান্য শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ