ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

খোলামেলা ছবি দিয়ে শ্রীময়ী: বিনোদন দিতে পারলে মন্দ কী

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মে ১১, ২০২২, ০৮:০৩ পিএম

খোলামেলা ছবি দিয়ে শ্রীময়ী: বিনোদন দিতে পারলে মন্দ কী

আবারও আলোচনায় কলকাতার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা দিয়েছেন তিনি। কাঞ্চনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন। আবার অভিনেতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবেও হাজির হন।

এবার খোলামেলা ছবি দিয়ে খবরের শিরোনামে এলেন শ্রীময়ী। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ভেজা শরীরে বসে আছেন বাথটাবে। তার পরনে কেবল অন্তর্বাস। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আরও সাহসী হও, নিজের মতো হয়ে ওঠো’।

প্রশ্ন উঠছে, নিজেকে আলোচনায় রাখতেই কি এমন ছবি দিচ্ছেন? জবাবে শ্রীময়ী বলেন, ‘না চাইলেও আমায় নিয়ে চর্চা হবে। খবর হবে সংবাদমাধ্যমে। চোখে পড়ে সব। আগে খারাপ লাগত। এখন মানিয়ে নিয়েছি। নিজেকে বোঝাই, অকারণ চর্চায় থেকে বিনোদন জোগাতে পারলে মন্দ কী? এতে যদি কিছু মানুষ খুশি হন তো হবেন! ধরে নিন, এটাই আমার সাহসিকতা!’

কাঞ্চন মল্লিকের জন্মদিনের পার্টিতে অংশ নেয়ার বিষয়েও তার কাছে জানতে চাওয়া হয়। যেই পার্টিতে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি পর্যন্ত ছিলেন না, সেখানে শ্রীময়ী কীভাবে হাজির হলেন? এ বিষয়ে তিনি বলেন, ‘‘পিঙ্কিদি কেন আসেননি সেটা কাঞ্চনদা বুঝবেন। আমার তো বোঝার কথা নয়! আমি আমন্ত্রিত ছিলাম। নিমন্ত্রণ রক্ষা করেছি মাত্র।’

কাঞ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও শ্রীময়ী কেবল বন্ধুত্ব বলেই দাবি করছেন। তিনি জানালেন, কাঞ্চনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা সবসময় অটুট থাকবে। এমনকি কাঞ্চন যদি আগামীতে আরও একাধিক সম্পর্কে লিপ্ত হন, তবুও তার বন্ধু হয়ে থাকবেন তিনি।

আমারসংবাদ/আর এইচ

Link copied!