Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

‘আমাকে ও সাকিব ভাইকে মেডেল দেয়া উচিত’

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

মার্চ ১৯, ২০২৩, ০১:২৫ পিএম


‘আমাকে ও সাকিব  ভাইকে  মেডেল দেয়া উচিত’

দুবাইতে স্বর্ণের দোকান উদবোধন ও নিজের গাওয়া গজলের শুটিং শেষে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। 

রোববার (১৯ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব ভাইকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত।

হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।

তিনি বলেন দুবাই থেকে যে আয় হয়েছে তা আমি রনজান মাসে পোশাক ও ইফিতার সামগ্রীতে ব্যয় করব।

আরাভ হত্যা মামলার আসামী যানতেন না উল্লেখ্য করে আলম বলেন, ডিবি মিথ্যা কথা বলছে তারা আমাকে আগে কিছু বলে নাই, আর তারা যদি বলত তাহলে যাওয়ার আগেই নিষেধ করল না কেন।

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছ যে কোন সময় মুক্তির তারিখ জানাব বলেও জানান হিরো আলম।

আরএস
 

 

Link copied!