ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

অনন্ত-রাধিকার বিয়ে, কারা যাননি?

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ০৮:৪৮ পিএম

অনন্ত-রাধিকার বিয়ে, কারা যাননি?

আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠান মানেই বলিউডের প্রথম সারির তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার অনন্তর বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে বলিউড তারকাদের দীর্ঘ সারি থাকলেও কয়েকজন শীর্ষ সেলিব্রিটিকে দেখা যায়নি।

কয়েকজন বলিউড তারকা অনন্ত-রাধিকার বিয়েতে অনুপস্থিত শোনা গেলেও গতকাল (১২ জুলাই) তারা এসেছিলেন। এদের মধ্যে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম।

তবে এ বিয়েতে বলিউডের বেশ কিছু শীর্ষ তারকার দেখা মেলেনি। তারা নিমন্ত্রণ পেলেও অনন্ত-রাধিকার বিয়েতে যাননি। এদের মধ্যে রয়েছেন-

কারিনা কাপুর-সাইফ আলি খান: বলিউডের অন্যতম তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান এ মুহূর্তে ভারতের বাইরে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। এ কারণে অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি।

আনুশকা শর্মা: তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, তারা সপরিবারে ভারত ছেড়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন।

শিল্পা শেঠি: তিনিও বলিউডের প্রায় সব বিয়ে ও পার্টিতে উপস্থিত থাকেন। পাশাপাশি নানান ভঙ্গিতে ক্যামেরার সামনেও পোজ দেন। কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নেননি তিনি। তবে এর কারণ জানা যায়নি।

সোনম কাপুর: তার বাবা অনিল কাপুর অনন্ত-রাধিকার বিয়েতে গেলেও তাকে দেখা যায়নি। সোনম এখন সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। এ কারণেই তিনি এ বিয়েতে হাজির হননি।

অক্ষয় কুমার: বলিউডের এই ‍সুপার স্টারকে অনন্ত নিজেই তার বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন। অক্ষয়েরও বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিয়ের দিনই- অর্থাৎ গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। এ কারণেই অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হতে পারেননি তিনি।

কাজল: এ নায়িকা বলিউডের প্রায় সব বিয়েতেই হাজির থাকেন। এমনকি কয়েকদিন আগে সোনাক্ষীর বিয়েতেও দেখা গিয়েছিল কাজলকে। অনন্ত আম্বানির বিয়েতে অজয় তার ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন। তবে কাজল এবং তার মেয়ে নাইসার দেখা মেলেনি। কিন্তু কেন তিনি বিয়েতে যাননি, সে বিষয়ে কিছু জানা যায়নি।

কঙ্গনা রানাউত: বলিউডে সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকা ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তাকেও দেখা যায়নি আম্বানি পরিবারের এবারের বিয়েতে। জানা গেছে, এদিনই ছিল কঙ্গনার এক চাচাতো বোনের বিয়ে। সেই বিয়েতেই নাকি হাজির হয়েছিলেন কঙ্গনা। এ কারণেই আম্বানির ছেলের বিয়েতে যাননি তিনি।

আমির খান: ভারতের জামনগরে অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে গিয়ে ছিলেন আমির। মঞ্চে তাকে নাচতেও দেখা গেছে। কিন্তু মূল বিয়েতে আমিরকে দেখা যায়নি। কেন আমির এ বিয়েতে আসেননি তাও প্রকাশ করেননি।

এদিকে অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, সালমান খান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, ভিকি, বরুণ ধাওয়ান, অনন্যা, জাহ্নবীসহ আরও অনেকে।

আরএস

Link copied!