Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

জনগণকে মৃত্যুর দিকে পাঠাচ্ছেন পুতিন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০১:৩০ পিএম


জনগণকে মৃত্যুর দিকে পাঠাচ্ছেন পুতিন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জেনেশুনে জনগণকে মৃত্যুর দিকে পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

ভাষণে রুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে। আপনার আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।

জেলনস্কির ভাষণের কয়েক ঘণ্টা আগেই সেনাদের আত্মসমর্পণ সংক্রান্ত আইন আরও কঠোর করেছে ক্রেমলিন। এরইমধ্যে ইউক্রেনের সেনা বাড়ানোর ঘোষণাও দিয়েছেন পুতিন।  

রুশদের উদ্দেশে জেলেনস্কি বলেন, বিদেশের মাটিতে যুদ্ধাপরাধী হয়ে মারা যাওয়ার চেয়ে নিয়োগপত্র প্রত্যাখ্যান করা ভালো। আমাদের অস্ত্রের হামলায় নিহত হওয়ার চেয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভালো।  

খারকিভ অঞ্চলে বেশ কিছু এলাকার দখল হারানোর পর শনিবার (২৪ সেপ্টেম্বর) শীর্ষ সেনা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন পুতিন। সূত্র: এনডিটিভি

এবি

Link copied!