ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

ডাচ-বাংলা ব্যাংকে চাকরি, বেতন ২৬০০০–৭০০০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৪:৩৪ পিএম

ডাচ-বাংলা ব্যাংকে চাকরি, বেতন ২৬০০০–৭০০০০ টাকা

বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি পাঁচ পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও), ট্রেইনি অফিসার সেলস (টিও–সেলস), ট্রেইনি ক্যাশ অফিসার (টিসিও), সেলস ম্যানেজার (এসএম) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। 

তবে এই পাঁচ পদে কতজন নিয়োগ পাবেন, তা নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানায়নি ব্যাংকটি। বিজ্ঞপ্তি অনুসারে, পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে এই পাঁচ পদের যেকোনো একটিতে প্রার্থীরা আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদনের সুযোগ নেই।

পদের নাম ও বিবরণ:

১. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুযোগ–সুবিধা: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৭০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন এবং নানা সুবিধাসহ মাসিক মোট ৮০,৮১৫ টাকা বেতন পাবেন।

২.অ্যাসিস্ট্যান্ট অফিসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত বেতন স্কেলে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৯,৪০৫ টাকা বেতন পাবেন।

৩. ট্রেইনি অফিসার সেলস

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্ত: প্রার্থীদের ডিপোজিট সংগ্রহসহ রিটেইল বা এসএমই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেটসহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: ট্রেইনি অফিসার সেলস পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত হলে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৫,৮৫৯ টাকা বেতন পাবেন।

৪. ট্রেইনি ক্যাশ অফিসার (সিলেট বিভাগের জন্য)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্ত: প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা–উপশাখায় পদায়ন করা হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা সিলেট বিভাগ হতে হবে। সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হলেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে পদায়ন করা হবে না।

সুযোগ-সুবিধা: ট্রেইনি ক্যাশ অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ২৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে নিয়মিত হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট ৩৬,০৩৯ টাকা বেতন পাবেন।

৫. সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিংয়ের জন্য)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজের জন্য পদায়ন করা হবে।

সুযোগ-সুবিধা: সেলস ম্যানেজার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট ৪২,১৩০ টাকা বেতন পাবেন।

আবেদন শেষ কবে:
অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। এ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

বিআরইউ

Link copied!