ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Amar Sangbad
মেজর লিগ

জোড়া গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৩, ২০২৫, ০৩:৫৩ পিএম

জোড়া গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন মেসি

মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। জোড়া গোলের ধারাবাহিকতাটা ধরে রেখেছেন যথাযথভাবেই। বাঁ পায়ের জাদুকরী ছোঁয়ায় আবারো জোড়া গোল করেছেন মায়ামি অধিনায়ক। রোববার (১৩ জুলাই) সকালে ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির টানা পঞ্চম জোড়া গোলে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

এই ম্যাচে ফ্রি-কিকে গোল করে মেসি আরও একটি রেকর্ড গড়েছেন। ফ্রি-কিক থেকে এখন তার গোলসংখ্যা ৬৯, ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮) পেছনে ফেলে যা চতুর্থ সর্বোচ্চ। তার সামনে রয়েছে জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

সর্বশেষ ম্যাচেই জোড়া গোল করে মেজর লিগের ইতহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন মেসি। মন্ট্রিয়েলের বিপক্ষে দুই ম্যাচ, কলম্বাস, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন ও সর্বশেষ ন্যাশভিলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচেই জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। পঞ্চম ম্যাচে জোড়া গোল করে নিজের রেকর্ডের উচ্চতাটা আরেকটু বাড়ালেন তিনি।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ১৭তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে মায়ামিকে এগিয়ে নেন তিনি। বক্সের একটু সামনে থেকে ফ্রি-কিকে বাঁ পায়ের নিচু শটে কয়েকজনের মাঝে দিয়ে পোস্টের বাম কোণা দিয়ে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে ন্যাশভিলকে সমতায়ে ফেরায় হ্যানি মুখতার। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৬২তম মিনিটে আবারও মায়ামিকে এগিয়ে নেন মেসি। তবে এবার গোলরক্ষক জো উইলিসের ভুলে গোল হজম করে ন্যাশভিল। সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি সামনে থাকা মেসির পায়ে বল তুলে দিলে এই আর্জেন্টাইন তারকা বাঁ পায়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে জয়ে এখন টানা ছয় ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের ৫ নম্বরে আছে তারা। ৩ ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

বিআরইউ

Link copied!