ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

কর্মব্যস্ত রূপে ফিরেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৫, ১২:১০ এএম

কর্মব্যস্ত রূপে ফিরেছে ঢাকা
  • ছুটির পর সচিবালয় খোলার দিনে ঈদের আমেজ

ঈদুল ফিতরের সরকারি ছুটি ছিল ৯ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও গত শনিবার যুক্ত হয়ে মোট ১১ দিন ছুটি কাটিয়েছে দেশবাসী।

দীর্ঘ এই ছুটির শেষে গতকাল রোববার প্রথম কর্মদিবসে কর্মব্যস্ত রূপে ফেরে রাজধানী ঢাকা। ঈদের আমেজ কাটিয়ে সকাল থেকেই কর্মস্থলে যোগ দিতে বের হয় রাজধানীবাসী। সকাল থেকেই ব্যস্ততার দেখা মেলে রাজধানীর সড়কে।

রাজধানীর গুলিস্তান, পুরানা পল্টন, প্রেস ক্লাব এলাকা ঘুরে দেখা যায়, প্রথম কর্মদিবসে কর্মব্যস্ত রাজধানী। ঈদের দীর্ঘ ছুটিতে বেশিরভাগ রাজধানীবাসী ছুটেছিলেন গ্রামের পথে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে। এতে করে ফাঁকা হয়ে পড়েছিল রাজধানী। দীর্ঘ এই ছুটির শেষে গতকাল থেকে নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। আর তাদের এই উপস্থিতি চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী।

সকাল থেকেই নিজেদের কর্মস্থলে যোগ দিতে বের হন কর্মজীবী মানুষ। এতে করে পাল্টে যায় ফাঁকা ঢাকার চিত্র। সড়কে ফিরে আসে যানজট, গাড়ির ব্যস্ততা, ট্রাফিক সিগনাল, গণপরিবহনে যাত্রীদের ভিড়। নগরীতে এই পুরোনো চিত্র ফিরে আসাতে কেউ কেউ দুঃখ প্রকাশ করলেও স্বস্তির কথা জানিয়েছেন গণপরিবহনের কর্মীরা।

গুলিস্তানে নিজের কর্মস্থলে যোগ দিতে আসেন জিয়াউল হক। তিনি বলেন, আমার ঈদ ঢাকাতেই করা হয়েছে। বন্ধের এই কয়দিন খুব শান্তিতে চলাফেরা করতে পেরেছি। এখন আবার যানজট শুরু হয়েছে। যদিও সেরকমভাবে আজকে জ্যামে পড়িনি তবে বিকালে কী হবে জানি না।

আরেক কর্মজীবী আহাদ হাসান বলেন, আমি মোহাম্মদপুর থেকে পল্টনে এসেছি অফিসে। মোটামুটি জ্যামে পড়েছি। বাসেও ভিড় ছিল। তবে এই কয়দিনের যে শান্তি ছিল সেটা আর নেই। আসলে কিছু করারও নেই; এটাই ঢাকা। এদিকে ছুটি শেষে অফিস-আদালত খুলে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন গণপরিবহনের কর্মীরা।

মিডলাইন বাসের চালকের সহকারী (হেলপার) মো. ইউনুস বলেন, ঈদের ছুটিতে আমরা যাত্রীই পাইনি। যাত্রী না পেলে আমাদের লস। রাস্তা ফাঁকা থাকে ঠিকই কিন্তু যাত্রী ডেকে আনতে হয়েছে। এখন পাচ্ছি। যাত্রী না থাকলে গাড়ি চালিয়ে মজা নেই।

দিশারি বাসের চালক আকবর হোসেন বলেন, আমার গাড়ি চিড়িয়াখানা লাইনের। তাই ঈদের ছুটিতে চিড়িয়াখানার যাত্রী পেয়েছি। আমার খুব একটা সমস্যা হয়নি। বিহঙ্গ বাসের চালক নজরুল ইসলাম বলেন, ছুটির মধ্যে যাত্রী খরায় ছিলাম। আজকে থেকে অফিস খুলেছে সবার; আমাদের যাত্রী পাওয়া শুরু হয়েছে। অবশ্য ছুটির সময় গাড়িও কম ছিল, সব গাড়ি রাস্তায় নামেনি। এখন সব গাড়ি আছে রাস্তায়। পু

রানা পল্টন এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা বিজয় সরকার বলেন, সকাল ১০টা থেকে এই এলাকায় গাড়ির চাপ বাড়তে থাকে। যানজটের সৃষ্টি হয়েছে কিছুটা। আমাদের নিয়ম অনুযায়ী সিগনাল দিয়ে আমরা তা নিয়ন্ত্রণ করেছি। তবে এখনও পুরোপুরি ব্যস্ততার চিত্র দেখিনি। এই এলাকা আরও জনবহুল থাকে।

ছুটির পর সচিবালয় খোলার দিনে ঈদের আমেজ

ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু ঈদের আমেজ এখনও কাটেনি। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে। এ ছাড়া ছুটির পর প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার স্বাভাবিক।

গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই উপস্থিত ছিলেন। অনেক কক্ষে চেয়ার টেবিল-ফাঁকা পড়ে রয়েছে।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করে। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কোলাকুলি করেন। তবে আগামী দুই-তিনদিনের মধ্যে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। এ ছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে সচিবালয়ের করিডোর ও লিফটগুলোর সামনে ভিড় ছিল না। আর সচিবালয়ে দর্শনার্থী কক্ষটিও ছিল ফাঁকা। গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো ভরা ছিল না।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল অফিস খুলেছে, তবে অনেকেই ঐচ্ছিক ছুটি উপভোগ করছেন। ঈদের পরে প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না, আবার অনেকেই ছুটিতে থাকেন। যারা অফিসে এসেছেন তারাও গল্প করে সময় কাটাচ্ছেন। তাই আগামী সপ্তাহ থেকে সচিবালয়ের অফিস পুরোদমে শুরু হবে বলে মনে করেন তারা।

ছুটির পর প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মাগুরার শিশু আছিয়ার মামলার বিচারকাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে। এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয়। সরকার অত্যন্ত আন্তরিক এই মামলার বিচার নিয়ে। মামলার বিচার যাতে দ্রুত হয় সে ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে। ঈদে সাধারণত এত লম্বা সময় পাওয়া যায় না। তবুও এই ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই খুশি। তিনি বলেন, লম্বা ছুটি থাকায় প্রায় সব কর্মকর্তা কর্মস্থলে পৌঁছে গেছেন। দু-একদিনের ভেতর আরও কর্মব্যস্ততা বাড়বে।

এ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান বলেন, ঈদে গ্রামে গিয়েছিলাম। দারুণ সময় কেটেছে। লম্বা বন্ধের পর সচিবালয়ে আজ (গতকাল রোববার) প্রথমদিন অফিস করছি। সকাল থেকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে। এতদিন পর কর্মস্থলে ফিরে ভালো লাগছে।

সচিবালয়ে আউটসোর্সিং খাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ফয়সাল আহমেদ বলেন, ছুটিতে জামালপুর গিয়েছিলাম। ঈদ শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় এসেছি। সকালেই অফিসে প্রবেশ করছি। ভালো লাগছে ঈদের পরও। উল্লেখ্য, গত ৩১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ঈদ উপলক্ষে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল এবং ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন। ছুটি শেষে গতকাল অফিস শুরু হয়। এ ছাড়া ঈদের ছুটির আগেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি ছিল।

Link copied!