ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দুধ দিচ্ছে পাঁঠা!

মাসুম বিল্লাহ, গাইবান্ধা

মাসুম বিল্লাহ, গাইবান্ধা

আগস্ট ৩০, ২০২২, ০১:২৭ পিএম

দুধ দিচ্ছে পাঁঠা!

প্রকৃতির চিরাচরিত নিয়ম অনুযায়ী ছাগী (মা ছাগল) দুধ দিলেও গাইবান্ধায় দুধ দিচ্ছে একটি পাঁঠা। শুধু দুধ নয়, বীজও দিচ্চে পাঁঠাটি। এমন ঘটনায় আশ্চর্য স্থানীয়রা। প্রাণী সম্পদ সংশ্লিষ্টরাও বলছেন বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ নতুন। দুধ দেওয়া পাঁঠাটিকে দেখতে সদর উপজেলার চকচকা গ্রামের গরু ব্যবসায়ী মোনারুলের বাড়িতে প্রতিদিনই ভীড় করছে মানুষ।

সরেজমিনে উপজেলার খাঁ পাড়া ইউনিয়নের ওই গ্রামে দেখা যায়, বাড়ির পাশেই একটি গাছের বাগানে বাঁধা আছে পাঁঠাটি। পাঁঠাটি দেখতে ভীড় করছেন স্থানীয়রা। পাঠা দেখতে আসা লোকজনের দেখার জন্য পাঁঠার মালিক পাঁঠা থেকে দুধ বের করে দেখাচ্ছিলেন। এ সময় প্রায় আধা কেজি দুধ বের করেন তিনি।

পাঁঠা দেখতে আসা একাধিক ব্যক্তি জানান, পাঁঠা দুধ দেয় এমন ঘটনা তাদের জীবনে প্রথম দেখা। বিষয়টি অলৌকিক বলে মনে করেন তারা। পাঁঠার দেওয়া ওই দুধ দেখতে গাভীর দুধের মত হলেও এ দুধ অনেক সুস্বাদু বলেও দাবি তাদের।

জানতে চাইলে ওই গ্রামের মৃত মজনু মির্জার ছেলে পাঁঠার মালিক মোনারুল মিয়া আমার সংবাদকে জানান, তিনি গরুর ব্যবসা করেন (গরু ব্যাপারী)। ব্যবসার কাজে চট্টগ্রামের পাহাড়তলীতে গিয়েছিলেন। সেখানে পথের ধারে এক বৃদ্ধার কাছে পাঠাটিকে দেখতে পান। পরে তিনি ৩৫ হাজার টাকায় পাঁঠাটি ক্রয় করেন। পাঁঠা দুধ দেয় বিষয়টি প্রথম দেখায় অবাক হয়েছিলেন তিনি।

এসময় তিনি আরো জানান, পাঁঠাটি প্রতিদিন আধা কেজি করে দুধ দেয়। এটাকে দিয়ে বীজও দেওয়া হয়।

পাঁঠা দুধ দেওয়ার বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান আমার সংবাদকে বলেন, পাঁঠা দুধ দেয়। এটি অবিশ্বাস্য হলেও সত্য। এটি হরমনজনিত সমস্যার কারণে হতে পারে। তবে, পাঁঠাটি পালের কাজে ব্যবহার এবং একই সাথে দুধ দেওয়ার বিষয়টি একাবারে নতুন বলে উল্লেখ করে তিনি বলেন, এ দুধ স্বাস্থ্য সম্মত এবং খাওয়ার উপযোগী কিনা তা পরিক্ষার জন্য ঢাকায় পাটানো হবে।

কেএস 

Link copied!