পূবাইল ও পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৪৪ পিএম
গাজীপুর মহানগরের পূবাইল উচ্চ বিদ্যালয়ের পাশে নয়ানী পাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। এবার নিয়ে ৩য় বারের মত উদ্ধার হলো অবৈধ বিস্ফোরক বলে জানিয়েছে এলাকাবাসী।
পুলিশের হাত থেকে বিস্ফোরক ছাড়াতে তদবিরে নেমেছে যুবদল ও ছাত্রদল পরিচয়দানকারী কয়েকজন।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন মাদক,নকল পণ্য ও আতশবাজির পাইকারি কারবার করে অল্প কয়েক দিনের মধ্যে বিত্তবৈভবের মালিক হয়ে গেছেন ভাই ভাই চক্র।অন্যদিকে পূবাইল উচ্চ বিদ্যালয়ের ২৫ গজের মধ্যে অবৈধ ব্যবসা সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে বলে মনে করছে সচেতন নাগরিকেরা।
জানা যায়, মাদক ও বিস্ফোরক বার বার উদ্ধার করে তাদের নামে মামলা দিয়ে গ্রেফতার করলেও আদালত থেকে ছাড়া পেয়ে একই ব্যবসা লিপ্ত হয়ে কোটি কোটি টাকা আলিসান বাড়ির মালিক বনে যান ভাই ভাই গ্রুপের চার ভাই। ভাই ভাই চক্রের মধ্যে অন্যতম ওই এলাকার শেখ আবদুর রশীদের ছেলে শেখ পাভেল, বিপুল, আলামিন, হুমায়ুন ও কর্মচারী দিপক।
রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার প্রধান কারবারি শেখ পাভেলের ভাড়া করা গোডাউন থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার আতশবাজি ও বিস্ফোরক উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।।সংগঠিত ওই ভাই ভাই চক্রের নামে এর আগেও কয়েকটি মাদক ও বিস্ফোরক মামলা রয়েছে।থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান আমি নতুন এসেছি আর এসেই বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধার করেছি।ভাই ভাই চক্রের কাউকে আটক করতে পারিনি।যদিও আসামিরা নিজেই এলাকার গণ্যমান্য ব্যক্তির সামনে গোডাউনের তালা খুলে দিয়ে জব্দ করা বিস্ফোরক পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের(জিএমপি) ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন জানান বিষয়টি জেনেছি বিস্ফোরক আইনে মামলা হবে এবং জড়িতদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে।আর তাদের চলমান দুই নম্বরি ব্যবসা যাতে না করতে পারে তার যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরএস