কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০১:২৭ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০১:২৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ব্যবসায়ী আজাদ হোসেনের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত আজাদ হোসেনের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রাখে ঘরের ভিতরে তছনছ করে। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে লুটকৃত মালামালের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির( ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিআরইউ