ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫
Amar Sangbad

ইতিহাস গড়তে ব্যর্থ টাইগাররা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ৯, ২০২৫, ১২:০৭ এএম

ইতিহাস গড়তে ব্যর্থ টাইগাররা

১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও শ্রীলঙ্কার মাটিতে এখনও ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবারে সে সুযোগ ছিল। তবে লঙ্কায় সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে টাইগাররা। টেস্ট সিরিজ জয়ের পর এবার ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা।

মঙ্গলবার কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৬ রানের বড় লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলে ৯৯ রানের বড় জয় নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় লঙ্কানরা।

ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ দল শুরু থেকেই ছিল চাপে। দলীয় ১৯ রানে তামিম ইকবাল এবং ২০ রানে নাজমুল হোসেন শান্ত ফিরে যান। তবে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস দেখা যায়। তার ব্যাটে ৯ ওভারের মধ্যে দলীয় ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪তম ওভারে ওয়েল্লালাগের বলে ৪৪ বলে ২৮ রান করে ক্যাচ তুলে দেন।

এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় দলকে কিছুটা এগিয়ে নেন। তাদের জুটিতে ১৯ ওভারে দলীয় শতরান পূর্ণ হয়। তবে ২৫ বলে ২৮ রান করা মিরাজ বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন, বাংলাদেশ পড়ে চাপে।

এরপর শামীম হোসেন ১৮ বলে ১২, হৃদয় ৭৫ বলে ৫১, সাকিব আল হাসান ৮ বলে ৫, তাসকিন আহমেদ ১, জাকের আলী ৩৫ বলে ২৭ রান করে ফিরলে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। শেষ দিকে তানভীর ইসলাম ১০ বলে ৮ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও দুশমান্থ চামিরা ৩টি করে, ওয়েল্লালাগে ও হাসারাঙ্গা ২টি করে উইকেট শিকার করেন।

মেন্ডিসের শতকে বড় সংগ্রহ লঙ্কানদের

এর আগে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। মাত্র ১ রানে নিশান মাদুশকা আউট হলেও কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। নিশাঙ্কা ৪৭ বলে ৩৫ রান করে আউট হন। এরপর কামিন্দু মেন্ডিস ২০ বলে ১৬ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হন।

অন্যপ্রান্ত আগলে রেখে কুশল মেন্ডিস তুলে নেন ৫৮ বলে ফিফটি। পরে ৯৫ বলে শতক পূর্ণ করেন তিনি। তার সঙ্গে ব্যাট হাতে সমান তালে খেলেন চারিথ আসালাঙ্কা, যিনি ৬৮ বলে ৫৮ রান করেন।

তাদের বিদায়ের পর জিনাথ লিয়ানাগে ১৭ বলে ১২ এবং হাসারাঙ্গা ১৪ বলে ১৮ রান করেন। চামিরা অপরাজিত থাকেন ১০ রানে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে লঙ্কানরা।

সিরিজ হার, হতাশা নিয়ে ফিরছে বাংলাদেশ

তৃতীয় ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে ম্যাচ ও সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ইমনের ইনিংস বাদ দিলে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতা ও মিডল অর্ডারের ভেঙে পড়া সিরিজ ভাগ্যে বড় প্রভাব ফেলেছে।

শ্রীলঙ্কায় এখনও ওয়ানডে সিরিজ জেতা হলো না টাইগারদের। এবারের সফর শেষ হলো হতাশা নিয়েই।

ইএইচ

Link copied!