অভয়নগর (যশোর) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫, ০৮:৫১ পিএম
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ইউনিয়নের মথুরাপুর দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির এবং যশোর-৪ (৮৮) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. ফারুক হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বখতিয়ার মোড়ল এবং ইউনিয়ন বাইতুল মাল সেক্রেটারি হারুন অর রশিদ।
বক্তারা দেশব্যাপী ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে মথুরাপুর বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত নেতারা আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
ইএইচ