কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫, ০৯:১০ পিএম
আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় কুড়িগ্রাম সফরে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তার আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রিজভী আহমেদ কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন ঈদগাহ ময়দানে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’-এ নিহত ও আন্দোলনে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান করবেন।
এই কর্মসূচিকে সফল করতে শনিবার বিকেলে পৌরসভা সংলগ্ন সবুজ পাড়াস্থ ঈদগাহ মাঠের পাশে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য ওমর ফারুক, সদস্য আব্দুল আজিজসহ জেলা যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ১৫ জুলাইয়ের শহীদ পরিবার সহায়তা কর্মসূচিকে সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি ও সহযোগিতা কামনা করেন।
ইএইচ