ফেনী প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫, ০৯:১৫ পিএম
ফেনীর ছাগলনাইয়ায় নিষিদ্ধ ও পরিবেশবিরোধী চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলার জমদ্দার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে দুইটি দোকানে বিক্রয়ের জন্য সংরক্ষিত চায়না দুয়ারী জাল পাওয়া যায়। এসব জাল মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্যের ওপর মারাত্মক ক্ষতিকর। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানে অসংগতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট দুই দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “চায়না দুয়ারী একটি নিষিদ্ধ জাল, যা দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে শুধু মাছ নয়, পোনা, ব্যাঙ, শামুক, কচ্ছপ, সাপসহ নানা জলজ প্রাণী ধরা পড়ে। ফলে প্রাকৃতিক প্রজনন চক্র ব্যাহত হয় এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি হ্রাস পায়।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচ