মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
আগস্ট ১২, ২০২৫, ০২:৪৭ পিএম
সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনার দাবি জানিয়ে সারাদেশের মতো পাবনার ভাঙ্গুড়ায়ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামিম হোসেন।
সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ হাসান বুলবুল।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সায়েম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল রানা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. বায়েজিদ বোস্তামী এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নিয়াজ ওভি ডাবলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান। তিনি বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের মতো ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের তরুণ ও যুবসমাজ।
পরিবর্তনের এই ধারা এবং অবিস্মরণীয় অর্জনকে সমুন্নত রাখতে সমাজ থেকে সব ধরনের অন্যায়, অন্যায্যতা, অসঙ্গতি, দুর্নীতি, দুঃশাসন, মাদক, বাল্যবিবাহসহ সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
ইএইচ