গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫, ০৩:৫৮ পিএম
নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্য নগরীর চাঁচকৈড় হাটে অবৈধভাবে মরা মুরগি বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে আইন অমান্য করার দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারা ২৪(১) অনুযায়ী প্রতি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা।
পুলিশ ও প্রশাসনের সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার উত্তর কালিকাপুর গ্রামের জহের হাজীর ছেলে আসমত আলী (৩৮) ও একই গ্রামের আবু সাঈদের ছেলে বাচ্চু (২৮) দীর্ঘদিন ধরে অবৈধভাবে মরা মুরগির মাংস ক্রয় করে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছিলেন।
অভিযুক্ত বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাজি কোম্পানির মুরগির মাংস কিনে বিক্রি করি, আগে কোথাও এমন কোনো সমস্যায় পড়িনি।” তবে লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় মুরগির মাংস জব্দ করে উপস্থিত জনতার সামনে মাটিতে পুঁতেও দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইএইচ