কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫, ০৪:১০ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অপরাধে লালমনিরহাটের কালীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
অভিযানকালে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়— কাকিনা কবি বাড়ি সংলগ্ন সালমান বেকারি – ৪০ হাজার টাকা (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের জন্য), কাকিনা বাজারস্থ টিপু সুলতান গুল ফ্যাক্টরি – ২০ হাজার টাকা (জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের অপরাধে), কাকিনা রেলস্টেশনের পাশে খান ট্রেডার্স – ৫০ হাজার টাকা (জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের অপরাধে) প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের ফলে শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন জীবনহানিকর রোগে এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ