বরগুনা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫, ০৪:৪৭ পিএম
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতু সংলগ্ন স্থানে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় শুভ হাওলাদার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ হাওলাদার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে। তিনি চুনাখালী সেতুর পাশে একটি বাড়িতে নির্মাণকাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বালু আনতে সড়কের পাশে গেলে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্তুপ করা বালুর ওপর উঠে যায়। এতে শুভ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক শুভকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক বিধান গাইন জানান, শুভ চুনাখালী সেতুর কাছে নির্মাণকাজ করছিলেন। বালু আনতে গেলে বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইএইচ