ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কিংবদন্তি মুন্নু মিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৫, ০৫:০০ পিএম

কিংবদন্তি মুন্নু মিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত হারুণার রশিদ খান মুন্নুর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে দোয়া মাহফিল এবং ফলজ ও ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার দিয়াপাড় পলাশ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবদল নেতা শাকিল মোল্লার ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

যুবদল নেতা শাকিল মোল্লা বলেন, “হারুণার রশিদ খান মুন্নু সমগ্র বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও শিল্পপতি হিসেবে পরিচিত। তার আদর্শ ধরে রাজনীতিতে এসেছি। হরিরামপুরে তিনি শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন এবং তার হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আজকের দিনে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে তার সুযোগ্য কন্যা, জনাবা আফরোজা খান রিতার হাত ধরে হরিরামপুর যেন নতুন সূর্যের আলোয় আলোকিত হয়।”

তিনি আরও জানান, মুন্নুর জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি ভ্রাম্যমাণ লাইব্রেরী প্রদান করা হয়েছে, যার মধ্যে তিনটি কলেজ এবং ১২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মণ্ডল, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ইমরান ভূইয়া, বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, চালা ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ছাত্রদলের নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মুন্নুর জীবনের ওপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন মুন্নু মিয়া এবং ২০১৭ সালের ১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

ইএইচ

Link copied!