Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ডিমের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে ভোক্তা অধিকারের অভিযান

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৮, ২০২২, ১২:১৮ পিএম


ডিমের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে ভোক্তা অধিকারের অভিযান

ডিমের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে কারওয়ান বাজারে অভিযান শুরু করে সংস্থাটি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ডিম ব্যবসায়ী সমিতি কোন ভাবেই দাম বাড়াতে পারে না, তাদের সঙ্গে বৈঠক হবে।

অভিযানে ডিমের মূল্য নির্ধারণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়। দুইটি ডিমের আড়তে মালিককে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংস্থাটির সহকারী পরিচালক জব্বার মন্ডল জানান, বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা নেই। এছাড়া ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ বা ভাউচার দেখাতে পারেনি তারা। এ সমস্ত করাণে তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। ডিমের বাজারে অস্থিরতা কাটাতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!